লাল সবুজের ঐ
বিজয় পতাকা,
কোনো রং তুলিতে নয়
হৃদয়ে আঁকা।
অজস্র বীরের প্রাণ
করে গেল দান,
সে প্রাণেরই বিনিময়ে
এ পতাকা নির্মাণ।
মাঠে-ঘাটে ছিল ভরা
সবুজ ঘন ঘাস,
ঘাসে পেল শহীদের
রক্তের আভাস
ঐ তো মোদের সেই
বিজয়ের নিশান,
লাল সবুজের পতাকা
পেল পূর্ণ মান।
রচিত: ৩০ মার্চ ২০১৫; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।