কপালে ধুলো জড়ায়, তুমি জড়াও না,
দুঃখেরা হাত বাড়ায়, তুমি বাড়াও না।
আমার দুঃখের চেয়ে দূরে থাকো তুমি,
মিথ্যার খুব কাছাকাছি দূর-গগন চুমি।

ধুলোজমা কপাল মুছে সুখ যবে লেখি,
বৃষ্টি এসে তখন তাও ধুয়ে দেয় দেখি;
শুনেছিলাম ঐ আকাশের দুঃখ নেই,
অথচ বৃষ্টি হয় আকাশ-কান্নার জলেই।

তবে আর দুঃখ কাহারে কইব আমি?
সুখের মোহনা কবে আর ছুঁইব আমি!
কবে পাইব ডাক বাক্সে তোমার চিঠি?
মাখব গায়ে একটুকরো তোমার প্রিতি!

জানব- এখন তুমি ভালো আছ কিনা,
আমারে ছাড়া কেমন বাজে জীবনবীণা;
না’ই বা তুমি আমার হলে এক জনমে,
শত জনমের তৃষ্ণা মিটাই এই কলমে।

তুমি থাক আমার মনপুরার ঘর জুড়ে,
তুমি আস মম নিত্যদিনের কাব্যপুরে;
তুমি আমার না হলেও হয়েছ কাব্যের,
তুমি শতাব্দী রয়ে যাবে মিষ্টি শ্রাব্যের।

শুধু সুখ লিখতে গেলে আমার কপালে,
ফুরিয়ে যায় কলমের কালি সেকালে;
কারণ ছোট্ট এই কপালে তুমি নেই,
তাই সুখ লেখা যায় না যে কিছুতেই।


রচিত: ৩১ আগস্ট, সোলাই, রিয়াদ, সৌদি আরব।