এইত আমি কল্প কবি,
আঁকছি নব গল্প ছবি;
নতুনত্বের ছোঁয়া দিয়ে,
যাই রে আমি লোক হাসিয়ে;
আমার কাছে আছে ঠিক তো-
টক-ঝাল আর মিষ্টি-তিক্ত।

আমার লেখায় কেউ বা হাসে,
কেউ বা সুখের স্রোতে ভাসে;
কেউ বা আবার যায় রে ক্ষেপে,
সত্য কথা বললে মেপে;
কেউ বা আমার তারিফ রটে,
কেউ হয়ে যায় ভক্ত বটে।

কেউ বা কিছু লিখতে বলে,
কেউ বা ফের টানে কোলে;
কেউ বা আমার কবিতা খুলে,
যায় হারিয়ে রসাতলে;
কেউ বা কিছু পড়ে আমায়,
লিখতে আরো উৎসাহ দেয়।

কেউ বা আমায় ভালোবেসে,
কথার দুয়ার খুলে বসে;
কেউ বা আবার পাগলপারা,
আমার ডাকে দিয়ে সাড়া;
কেউ বা ভিষণ সম্মান করে,
কেউ বা স্নেহে রাখে আদরে।

কারো আমি সঙ্গ পেয়ে,
লেখি অনেক কিছু নিয়ে;
কেউ বা আমার সঙ্গে থেকে,
অজানা অনেক কিছু শেখে;
কেউ বা আমায় অনুসরণ করে,
কেউ বা আবার অনুকরণ করে।

কেউ বা আমায় নিন্দা করে,
দেখি তখন চিন্তা করে;
তার আমি কি করেছি ক্ষতি!
আসলে তা নয় রে ব্রত্ই;
আমি তো এক শান্ত ছেলে,
তাইত বলে সুযোগ পেলে।

যাক-না বলে নিন্দুকেরা,
শান্তি যদি পায় রে তারা;
আমিও তবে শান্তি পাব,
যেদিন ওপারে হারিয়ে যাব;
আমার কথা বলবে সেদিন,
কথায় কাজে থাকব না ঋণ।

হব আমি সাম্যবাদীর,
অন্যতম এক মহাবীর;
কল্পনাতে বাঁচব আমি,
সবার কাছে হয়ে দামী;
বঙ্গ নভের নব রবি,
এইত আমি কল্প কবি।


॥ রচিত: ০৫ জুলাই ২০১৫, নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥