কলম হলো সঙ্গী আমার জীবন সকাল সাঁঝে,
কলম মাঝে জীবন সাধের সুখ পেয়েছি খুঁজে।
কলম তোকে ছাড়ব না রে মরণ আসার আগে,
রাখব সাথে জীবন পথে দুখ বা অনুরাগে।

কলম আমার বন্ধু নিরেট অন্তরেরই বাঁধন,
কলম কাঁধে জীবন বেঁধে রাখব রে এই ভুবন।
কলম ছাড়া ভূ-নামহারা নেই রে জীবন রথ,
এই কলমের গাড়ী চড়ে এগব জীবন পথ।

মস্তিষ্ক আমার ভাবনার আঁধার কলমযে তার দোর,
কলম দুয়ার খুললে আমার দর্শি কাব্য-ভোর।
ভুবন: সাগর, জীবন: তরী, খাতা আমার পাল,
জীবন তরীর লক্ষ্যে যেতে কলম আমার হাল।

কলম যখন উঠেছে হাতে রাখব আমি ধরে,
নৈতিকতার পক্ষ নিয়ে যাব আমি লড়ে।
কলম আমার স্বপ্ন-আশা রূপকথারই দেশ,
কলম-সুতোয় গাঁথলে জীবন হয় না কভু শেষ।

তাইত আমি কলম-সুতোয় গেঁথেছি কবিতার মালা,
যেই মালাতে নবজাতকের খুলেছি পাঠশালা।
কলম আমার জীবন-মরণ কলম দিবস-নিশি,
সেই কলমের লেখক আমি কলম ভালোবাসি।


॥ রচিত: ০১ মার্চ ২০১৫, নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥