শৈশব হতে স্বপ্ন আমার
হব আমি কবি,
সব কবিদের অগ্র সারে
আঁকব আমার ছবি।

সেই তাড়নায় নিলাম হাতে
বৈঠা নামের কলম,
খাতা দিয়ে পাল উড়িয়ে
লিখলাম তাতে জনম।

ভুবন নামের সাগর মাঝে
ভাসালাম জীবন তরী,
ঊর্মি-ঢেউয়ে এগিয়ে যাব
কবিত্ব নিশান ধরি।

বড় হবার স্বপ্ন-আশা
বাঁধল বাসা প্রাণে,
ছুটলো হাত তাইত মম
ছন্দ, কাব্য, গানে।

উপন্যাস আর প্রবন্ধে কি
চলবে না মোর হাত!
পড়বে না বাদ কোনোটিই
সাহিত্যেরই খাত।

সব শাখাতে ইচ্ছে ভীষণ
করতে একক বিচরণ,
প্রকৃতি যদি থাকে সহায়
আর থাকে দেহে জীবন।

নিভবে যেদিন মম দেহের
সাধের জীবন বাতি,
সেদিন শুধু জ্বলবে আমার
কবি নামক জ্যোতি।

সেই জ্যোতিতে আলোকিত
করব রে এই ভুবন,
তাইত আমি কবি হতে
সঁপে দিলাম এ জীবন

একদিন আমি লেখ্য নভের
করব রে জয় রবি,
আমিই হব সাহিত্যেরই ,
সর্বজনীন শ্রেয় কবি।


০৪, মার্চ, ২০১৪- নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া গোপালগঞ্জ।
(১৩+ বয়সে লেখা)