না পাইলাম আমি তোমারে,
না পাইলাম আমি আমারে;
না পাইলাম তব স্পর্শ সমুখ কিম্বা আড়ালে,
কী পাইলাম জীবনে! ভাবছি একা নিরালে;
ভাবতে-ভাবতে জীবনের বাইশটা বছর গেল হয়ে পার,
অমিমাংসিতই রয়ে গেল পাওয়া না পাওয়া হিসাবটার।


না পাইলাম জীবনের স্বাদ,
না মিটল মম তোমার সাধ;
না ফিরল জীবনের রঙ, না ফিরলে তুমি,
কী আছে আর জীবনে! বাঁচি শূন্যতা চুমি;
আজ জীবনের বাইশে এসেই যেন বাহাত্তরের সংগ্রামী,
কেবল তোমা সংগ্রামে পরাজিত সৈনিক বনেছি আমি।

না পাইলাম আমি বন্ধু-জন,
না পাইলাম রে তোমার মন;
না পাইলাম প্রসন্ন ছোঁয়া চন্দ্র মধুর রাতে,
কী পাইলাম ধরাতে! কী রইলাম হারাতে;
হারাতে-হারাতেই আমি হয়েছি জীবিত লাশের প্রমাণ,
তোমায় হারানোর অর্ধ দশক এ যেন পঞ্চাশের সমান।

না চাইলাম সুখ-ফানুসটারে,
না পাইলাম প্রিয় মানুষটারে;
না দিলাম চম্পট কেবল স্বার্থ-সিদ্ধি নিয়ে,
কী পাইলাম তাতে! সুখটা বিসর্জন দিয়ে;
তোমার সমীকরণ তুমি মিলিয়েই নিলে অপর সুজনে,
নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমি কী পাইলাম জীবনে!


রচিত: ১০ এপ্রিল ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭