কে আস্তিক কে নাস্তিক কিসের কর বড়াই!
কে শ্রেষ্ঠ কে ভ্রষ্ট, কবে শেষ হবে এই লড়াই?
যে আস্তিক সে’ই নাস্তিক মিলিয়ে নিও প্রমাণ,
মনের মধ্যে শত সংশয় পাওনি তো সমাধান;
অথচ জন্মসূত্রে ধর্ম পেয়ে বর্ণবাদের সংগ্রাম,
মানুষ হয়েও তোমার কাছে মানুষের নাই দাম।

ধর্ম তোমার সবার ঊর্ধ্বে তাই নিয়ে পবিত্র নাম:
ভিন্ন-মতাদর্শীদের খুন করাও হয় পুন্যের কাম!
ঘৃণা ছড়িয়ে মানুষের প্রতি নিজেকে ভাব ধন্য,
এমন ধন্যতার হোক ধ্বংস মানুষ যেথা নগণ্য;
ধর্ম তোমার পকেটেই রাখ কিংবা ধর হৃদয়ে,
আগে মানুষ হয়ে শিষ্টতাকে গ্রহণ কর সদয়ে।

এই পৃথিবী আস্তিকের নয়, নয় তো নাস্তিকের,
মানবের তরে সমীচীন গ্রহ তাই জন্ম মানবের;
মানব’রা ফের দানব হলো আসতে ধর্ম-বর্ণবাদ,
জাতি গোষ্ঠীর কত যে ভেদ, কতশত মতবাদ!
কিসের জন্য ভগ্ন মানব? —লগ্ন যাদের এক,
কী ফল হলো দ্বন্দ্ব ছাড়া তাকিয়ে পেছনে দেখ্।

জীবন তব ছোট্ট এত নেই তবু কেন পরোয়া?
সাধিবে কী বলো? সাধের জীবন গেলে ক্ষোয়া!
ধর্মবর্ণ জাতিগোষ্ঠী কেউ কি পারবে বাঁচাতে?
পারবে না! পারবে শুধু জীবন থাকতে নাচাতে;
আর তুমি নাচতে-নাচতে জীবন করছ উৎসর্গ,
ভাবছ তোমার জন্য আছে লোভনীয় সেই স্বর্গ।

রয়ে যাবে স্বর্গ রূপকথাতেই তোমার হবে কী?
তুমি তো এ মাটিতেই পঁচে গলে মিশবে ঠিকই।
এই পৃথিবীর কেউ’ই তোমায় আর ভাববে না,
চির চেনা এই নাম ধরে কেউ আর ডাকবে না;
তাই এস বন্ধু সাম্যবাদের এই মানব-মিছিলে,
বর্ণবাদহীন সভ্যতা গড়ে তুলি এ ধরা-নিখিলে।

এস আজ ভুলে যাই কে আস্তিক কে নাস্তিক!
কে কোন্ ধর্মবর্ণ-জাতি আর কোন্ মতাদর্শিক।
ধর্ম বাঁচলে বাঁচুক একান্ত হৃদয়ের পবিত্রতায়,
তবু শান্তি ফিরে আসুক মানুষের এ সভ্যতায়;
আমরা চাই না জানতে কে আস্তিক কে নাস্তিক,
শুধু মুছে যত কুসংস্কার হতে চাই শান্তি-প্রতিক।


রচিত: ১১ সেপ্টেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।