----------------(ভারত উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছন্দরসে রচিত।)



এসেছে নির্বাচন, শুরু বাড়াবাড়ি,
ক্ষমতার গদি নিয়ে হবে কাড়াকাড়ি।


এ কি দেশ? নাকি কেশ! চলে বেশ-
টানাটানি হানাহানি যথা প্রবেশ দ্বেষ;

প্রীতি-টান শুধু গান, ক্ষমতাই প্রমাণ,
যাহা পেলে সব ফেলে স্বার্থ পুরান।

পুঁজিবাদী রয় উন্মাদী, কে রাখে বাঁধি! -
কোনো খাতে অর্থ হাতে এলেই শাদি।

আসন-ব্রত ভাষণ কত! দিয়ে চলে সতত,
করে উন্নত পুরাবেন ক্ষত, বলে হয়ে নত;

পায় যদি ক্ষমতার গদি, বাঁধে বদ-নদী,
পিছু কথা ভুলে তথা, সিদ্ধি লয় নিরবধি।

এই তো দেশ হলো শেষ, দুর্নীতি বিদ্বেষ-
আনলো পতন করে যতন: হীন উদ্দেশ।

স্বাধীনতা হলো যথা অকেজো হীনতা,
আজও মলিন দুর্বৃত্তাধীন এ দেশ প্রথা।

ভিনদেশী শোষণ করে মোচন, এ কী রচন!
হলো দেশে বিকৃত উন্মেষে খাই-খাই বচন।

লুটবে কে কী, মুনাফা দেখি ছোটে সেকি!
দেশপ্রেমিক নেই যে সঠিক, সব তো‌ মেকি।

তবু নির্বাচন এসেছে যখন, হয়ে দরদী জন,
মিশতে চায় সরু ছলনায়, কাম্য জনসমর্থন।


বাহুদ্বয়ে প্রস্তুতি সবে নাও তাড়াতাড়ি,
এসেছে নির্বাচন, শুরু হবে কাড়াকাড়ি।


রচিত: ১৯ ডিসেম্বর ২০১৮; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।