হায় হায় এ কোথায়!
এলাম নব বনে,
এথা তো সব থাকে মানব
স্বার্থের নিত্য-রণে‌।

যেথায় ছিলাম ভালো ছিলাম
ছিলাম সুখে স্বর্গে,
তারপরেতে এলাম নেমে
মাতৃ-বদ্ধ-গর্বে।

সেথাও সুখ কম ছিল না
ছিলাম রে আনন্দে,
কিন্তু এবার কোথায় এলাম?
ভরা অচিন গন্ধে।

কী খেলা হে খেলছ বিধি,
কোথায় এর ইতি?
না জানি মোর কতকাল এই
থাকতে হবে ক্ষিতি!

কোন্ পরীক্ষায় এঁটে দিলে
ও আমার বিশ্বপতি?
ছিল ভালো না জ্বালতে যদি
এই জীবন জ্যোতি।

এত দ্বন্দ্ব-রণের মাঝে
কীভাবে জীবন!
কাটাব আমি ভেবে কাঁদি,
জন্মে এই ভুবন।


রচিত: ২৪ মার্চ ২০১৫; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।