সংকেতহীন পৃথিবীর ডাকে,
আবিষ্কার করলাম আমাকে,
চক্ষু মেলে হেরি ধরা পদ্যময়;
আয়েশ করে দিন শুরু ভবে,
জনম বুঝি এমন যাবে তবে,
অচিরেই হলো ধরা গদ্যময়।
বয়সের লাগামহীন ঘোড়া,
জন্মের পরে শিখেছে ওড়া,
বয়সটা তাই দৌড়ায় না -
পঙ্খিরাজের মতো ওড়ে;
গতি যেন আলোক জোরে,
একটা মূহুর্তও দাঁড়ায় না।
স্পেসে নেই কোনো স্টেশন,
শুধু দৌড়-দৌড় দৌড় ভিষণ,
এ যে সময়ের দৌড়-পাল্লা;
চলে বিস্তৃত হওয়ার খেলা,
সম্মুখে শুধু ধ্বংসের মেলা,
এ যে সৃষ্টি-লয়ের দূরপাল্লা।
শৈশব গেল কৈশোর এল,
বিন্দু বিন্দু করে আয়ু গেল,
ভরা যৌবন সেও ফুরাচ্ছে;
বার্ধক্য আসবে কিছুক্ষণেই,
আসবে মৃত্যুদূত সন্দেহ নেই,
সময়- অস্তিত্ব গিলে খাচ্ছে।
এই মহাবিশ্বের মহাকালে
কোথাও ছিলাম কোনকালে,
থাকবে না পদচিহ্ন আমার;
জীবন-জংশনে ভ্রংশ হব,
আমি ধ্বংসের অংশ হব,
সৃষ্টি কি ডাকবে আবার?
রচিত: ১৮ অক্টোবর ২০২৪; সোলাই-১৮, আল-মাশায়েল, রিয়াদ, সৌদি আরব।