জীবনতৃষা মিটাতে আশা
খুঁজছ কোথায় বন?
কোন্ সুদূরে যাবি উড়ে
আসছে মরণ-ক্ষণ।

মরণ টপকে বাঁচাবে তোকে
নেই রে এমন ক্ষম,
আশার তরী নিয়ে ভারী
অকূলে হারাবি দম।

অর্থ গরম দেখাও চরম
থাকবে না সে বেল,
দেহ ছেড়ে নেবে তোরে
মিটবে রে তোর খেল।

আর কতক্ষণ তোর এ জীবন
করবি উপভোগ!
মরণ বলে এই ভূতলে
লিন হবি সব লোক।

জীবন তরী স্বপ্ন ভরি
কাটছ মরণ-ভিসা,
ভাবছ আবার স্বপ্ন তোমার
মিটবে জীবনতৃষা!


(১৪ বছর বয়সে লেখা)
॥ রচিত: ২৫ জানুয়ারি ২০১৫, নিজ ভবন, বংকুরা কোটালীপাড়া, গোপালগঞ্জ॥