ক্লাসের ফাঁকে খুঁজতে যাকে,
বুঝে নিতে কঠিন অঙ্কটাকে;
সেদিনের কঠিন অঙ্কটা তোমার মিলল ঠিকই,
অথচ আমার জীবনের অঙ্কটা আজও লিখি...
তবু মিলছে না তো কিছুতেই,
পড়ে আছি অনেক পিছুতেই।
টিনএজের ভালোবাসা মিথ্যে,
মিথ্যে যত প্রতিশ্রুতি মনচিত্তে;
ভালোবাসা অজেয় তোমায় কে দিয়েছে কানে?
তুমি চাইলেই সব সম্ভব হতো পৃথিবীটা জানে...
তুমিই হয়ত খেলেছ লুকোচুরি,
দায় নিলে না হৃদয় করে চুরি।
কী করে তুমি ভুলে গেলে স্মৃতি?
আমি ভুলতে গেলে বাড়ে প্রীতি;
তোমার সনে কাটানো সেই মিষ্টি মধুর সময়টা,
আর পাশাপাশি চলাকালে দুজনের সেই ভয়টা,
তোমার হাত ধরার সে অনুমতি,
আজও মিস করি সব অনুভূতি।
ইচ্ছে করে যাই চলে টিনএজে,
একসাথে স্কুল কোচিং কলেজে;
আবার খুনসুটিতে উঠি মেতে সব বাঁধা ভুলে,
মাঝে মাঝে মেঠোপথে হেঁটে নিই কোলে তুলে,
চা কফি আইসক্রিমের বায়না,
দিনশেষে ভিন্ন হতে মন চায় না।
কোথায় সে ভোলানো পাগলী!
আজ কার হৃদয়ে ঘর বাঁধলি?
আমার এ হৃদয় পুড়িয়ে বাতাসে উড়িয়ে ছাই!
আমি এক মিথ্যে প্রেমিকার জন্য কেঁদে যাই...
হারিয়েছ তুমি হয়ে সিন্ধু-শঙ্খ,
করে পণ্ড মোর জীবনের অঙ্ক।
রচিত: ০৭ জুন ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭