আমি তোমার কথা ভাবতে ভাবতে
করেছি যে বছর পার বারোটা;
আমি তোমার কথা রাখতে রাখতে
বাজিয়েছিও জীবনের বারোটা।

আমি তোমার জন্য পথ চেয়ে চেয়ে
থেকেছি যুগের পর যুগ ধরে;
তুমি বলেছিলে আসবেই ফিরে ঠিক
কেটে যাক যতকাল যুগান্তরে।

আমি তোমার তরে অপেক্ষা করে
গুনেছি রে প্রহর সহস্র-লক্ষ!
তবু তুমি পেছন ফিরে করনি কভু
আমার দিকে একটু প্রত্যক্ষ।

আমি তোমার পাগল হয়ে জীবনে
শুনেছি কত রকম কটু কথা;
তুমি দূর থেকে শুনেও যে কখনো
জানতে আসনি মনের ব্যথা।

আমি তোমার জন্য না খেয়ে অন্য
কাটিয়েছি যে কত দিবানিশি!
তুমি অনুধাবন করনি তবু কখনো
ভালোবাসি আমি কত বেশি!

আমি তোমার ব্যথা ভুলতে ভুলতে
করে দিব জনম পার বারোটা;
পেছন ফিরে দেখি ইতোমধ্যে গেছে
বেজে এই জীবনের বারোটা।



রচিত: ১১ জুন ২০২৩; চাঁদ উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭