তোমায় বিনে
বাকী জীবনে,
সুন্দর এ ভুবনে
কাটাতে হবে জেনে,
পারল না এ মনে
নিতে রে তা মেনে।
তাই এ কারণে,
তব দু’চরণে;
তোমার প্রতি টান
বলল দিতে জান,
দিলাম করে দান
সাধের তাজা প্রাণ।

হৃদয় যে খান-খান,
গাইছি বিনা সুরে গান;
বিনা কণ্ঠের গীতিকার,
দিলাম তোমায় উপহার;
নাহি মোর কিছু আর,
তোমায় যে দেওয়ার,
তাই দিলাম শুধু আমার-
এই ‘জীবন উপহার’।


রচিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৩ কুরপালা , কোটালীপাড়া, গোপালগঞ্জ।