যে হারিয়েছে আমার এ জীবন হতে সময়ের অকালে,
সে যেন আমায় খোঁজে কোনো এক ঘুমভাঙা সকালে;
যে বুঝিয়েছে তারে ভালোবেসে চাইলেই যায় না ধরা,
সে যেন এক টুকরো হৃদয়ের খোঁজে হয় রে জীর্ণজরা।
যে পালিয়েছে আমায় ফেলে মাঝ পথে করে একাকী,
সে যেন আবার খোঁজে তার পথ বহু-দূর থেকে বাকি;
যে ভাবিয়েছে ভালোবাসা বুঝি কভু পাওয়া যায় না,
সে যেন কভু তার মনঃপুত ভালোবাসা খুঁজে পায় না।
যে করিয়েছে বাধ্য আমায় তার হাত ছাড়তে চিরতরে,
সে যেন নিঃসঙ্গ সারা জীবন একাকীত্বতে ভুগে মরে;
যে করেছে অভিনয় আমার সাথে ভালোবাসার নামে,
সে যেন বিষাদ-চিঠি পায় এফডিসি থেকে নীল খামে।
যে ভিজিয়েছে আমার চোখ বুকফাটা নিরব কান্নায়,
সে যেন বিরহে তার চোখ ভাসায় বারো মাস বন্যায়;
যে মেরেছে আমায় হৃদয়ের একচেটিয়া কশাঘাতে,
সে যেন ফুলের বদলে হয় ক্ষুণ হৃদয় ঘাতকের হাতে।
যে হারিয়েছে জীবন হতে ফের অন্য জীবন জড়াতে,
সে যেন আমায় ভেবে ভেবে ঘুম হারা হয় প্রতি রাতে;
যে ধোঁকা দিয়ে গিয়েছে অন্য কাউরে ভালোবাসতে,
সে যেন বাধ্য হয় শূন্য হাতে আবার ফিরে আসতে।
রচিত: ০৭ জুলাই ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭