যাও পাখি উড়ে দূরে,
যেথায় তোমা দল;
বলব না কো ফিরে এস,
যতই ঝরুক জল।
যাও পাখি ছেড়ে আঁখি,
দৃষ্টি যেন না পায়;
বৃষ্টি এলে নীড় খুঁজে নিও,
তোমায় যে চায়।
আমি দূর থেকে অন্তরে,
তোমারে সাধিব;
হয়ত মাঝে মাঝে কখনো,
খুব বেশি কাঁদিব।
কথা না হোক, দূর থেকে-
ভালোবেসে যাব;
মনের কথা যত চিঠি করে
আকাশে পাঠাব।
তুমি যদি পাও একটা চিঠিও,
পড়বে তো প্রিয়?
‘কেমন আছ?’ লিখে ওপাশে,
একটা উত্তর দিও।
আমি সহস্র বছর ধরে করব,
সে উত্তরের প্রতিক্ষা;
ভালোবেসে না হোক তবু দিও,
কাটুক মম তিতিক্ষা।
পাখিরা তো কভু উড়েই যায়,
মিলেই যায় গগনে;
রেখে যায় স্মৃতির হিমালয়,
পাখিরা রয়ে যায় মনে।
তাই যাও রে পাখি উড়ে দূরে,
যেথায় ও-মনে লয়;
করব না কো ফেরার আবদার,
যতই কাঁদুক চক্ষুদ্বয়।
রচিত: ১৯ মার্চ ২০২৪; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭