দাও হৃদয় খুলে,
যাও দুঃখ ভুলে;
বুকফাটা আত্ম-চিৎকারটা আর নয়,
বোবা কান্নায় দুঃখ কোরো না সঞ্চয়।

বাইরে বের হও,
কিছু দুঃখ কও;
চার দেয়ালের বন্দি জীবন আর নয়,
একা-একাই দুঃখ পুষে হয়ো না লয়।

দেখ পৃথিবীকে,
ঘুরে চারিদিকে;
মন খারাপের নিজস্ব জগত আর নয়,
তুমিও যে পারবে হাসতে নেই সংশয়।

দেখ আকাশটারে,
দেখ বাতাসটারে;
জীবন খাঁচায় শোক পাখিটা আর নয়,
মুক্ত করে দাও তারে বিশাল বিশ্বময়।

আর কত তুমি,
রবে নিরবে ঘুমি?
রাত-দিন একাকার করা আর নয়,
দেখ প্রভাতের কী দারুণ সূর্যোদয়!

আলো কত আলো,
ঘুচাও মন-কালো;
দিবালোকে পড়ে-পড়ে ঘুম আর নয়,
বাগিচার পুষ্প-হাসিতে ভরাও হৃদয়।

ওহে দুঃখী জন,
করো এই পণ;
কোনো দুর্বলতা এক জীবনে আর নয়,
এত স্বল্প আয়ু নিয়ে কিসের বড় ভয়!

হাসো প্রাণ খুলে,
যাও দুঃখ ভুলে;
অন্তর্মুখী ভারাক্রান্ত স্বভাবটা আর নয়,
পৃথিবীকে দেখাও কীভাবে বাঁচতে হয়।


রচিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।