দখিনা হাওয়ার বেগে
এসেছ তুমি ভেসে;
কেন ফের জড়িয়ে আমায়
বললে কথা ভালোবেসে?

চাইনি আগে হও আপন,
নিজ থেকেই দিলে ধরা;
কেন তবে সময়ের অচিরেই
চলে যাবার বায়না করা?

যখন চাইনি এসেছ কাছে,
খুলেছ মনের জানালা;
চাইছি এখন তবু ছুটছ তুমি,
দিয়ে অন্তর নিপীড়নের জ্বালা।

আমার সেই তো ছিল বিশদ শ্রেয়,
তুমি যেদিন ছিলে অচিনপুরী;
কাছে নেয়ার ছলে এঁটে ইন্দ্রজালে
কেন হৃদয়ে দিলে মহামারী?

অযাচিত জাদুটোনায় বেঁধে
বুকে বিদ্ধ করিলে বিষাদ তীর;
এ ঠুনকো প্রিতি-যাদু কেন বর্তিলে?
যদি সময়সীমা হবে ক্ষণস্থায়ীর!

আপন থেকেও আপন হয়ে তুমি
বললে কথা যেন শত দিনের চেনা,
সেই সুবাদেই কখন যেন মোর
হয়েছে তোমাতে মনের বেচা-কেনা।

তাইত তোমার চলে যাবার ধ্বনি
আমার কানে লাগে বিষের বীণ,
চাই না তা শুনতে কভু আর,
বেঁচে আছি ধরায় যত দিন।



রচিত: ২৪ আগস্ট ২০১৮; গৃহ আঙিনা, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।