রবিন্দ্রনাথ, তুমি কবিত্বে প্রভাত,
আনিলে সাধিয়া ঢের দিবারাত,
তুমি সর্ব সাধন করিয়া দিলে জীবনটা লিখিয়া দুর্জয়;
যাবে যতদিন হবে না বিলিন; গুরু তোমারই কালজয়।

তোমারই সাধন আমি করিয়া পঠন,
বুঝিনু মোচিলে তুমি কত অনটন!
তুমি সাহিত্যে উজাড় করিয়া সাধিলে ক্ষণ অতিশয়;
যাবে যতদিন হবে না বিলিন গুরু তোমারই কালজয়।

সাহিত্যাকাশ নিল তোমাতে নিঃশ্বাস,
পেল বিশ্ব কে জয় করিবার আশ্বাস,
তাইত তব কীর্তিমালা ছড়িয়া পড়িছে গোটা ভুবনময়;
যাবে যতদিন হবে না বিলিন গুরু তোমারই কালজয়।

জন্মই তব যেন ছিল এথা মহা কোনো,
মনীষীর সাধন-রণে লড়াকু ভাব হেন,
ঠিকই সেই লড়িলে, সাধনাতে করিলে তুমি বিশ্বজয়;
যাবে যতদিন হবে না বিলিন গুরু তোমারই কালজয়।

তুমি যে সাধক ভবে জলন্ত পাবক,
বহুমুখী প্রতিভায় তুমি চির সার্থক,
বাংলা সাহিত্য মানেই যেন এক চরিত্রচিত্র রবীন্দ্রময়;
যাবে যতদিন হবে না বিলিন গুরু তোমারই কালজয়।


রচিত: ২৫ ডিসেম্বর ২০১৫; বোয়ালমারী, ফরিদপুর।