কৃষকেরা সকাল বেলা,
কাজে নেই অবহেলা,
মাঠে নামে খেয়ে পান্তা-রুটি।
যবে দেখি কাড়ে আঁখি,
ফসলে রয় সবুজ মাখি,
গম, ধান, শীম, ডাল, মটরশুটি।
খালে-বিলে ভেসে জলে,
হাসগুলো দলে-দলে,
বেঁধেছে তারা সবে জুটি।
খাদ্যের খোঁজে-খোঁজে,
গাত্রটা যায় ভিজে,
জলজ খাদ্য খায় তারা খুটি।
শিশুরাও দলে-দলে,
প্রতিদিনই খেলে-ধুলে,
স্কুল হলে পরে ছুটি;
একজন শিশু মেয়ে,
অন্যের দেখা পেয়ে,
তারাও খেলে দেখ গুটি।
রচিত: ২০ ডিসেম্বর ২০১২; নিজ ভবন ও কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।