কে গোপালী কে শেফালী
কোথায় ভিন্নতর?
যে শেফালী সে’ই গোপালী
নয় রে ভিন্ন ধড়।
যার ক্ষমতা সে’ই দেবতা
আরোপে স্ব-তন্ত্র,
স্বার্থের তলোয়ারে বলি
হয় যে গণতন্ত্র।
কেউ ধরে ভাব স্বাধীনতার
কেউ ইসলামের,
দুটোই স্বার্থ হাতড়াতে যে
হাতিয়ার তাদের।
কে মানে এই স্বাধীনতা!
কে মানে ইসলাম?
কিসের ভিত্তি করে পিছে
ছুটছ হয়ে উদ্দাম?
সবার: এক ধর্ম, এক কর্ম
একই প্রতিজ্ঞাবদ্ধ,
ছুটতে কোথায় ভিন্ন করো?
নাকি স্বার্থ উপলব্ধ?
২০০১-সনে যে প্রভুত্ব করে
ক্ষমতায় শেফালী,
এক ঐ পন্থা অবলম্বন করে
অন্যে কেন গোপালী?
রচিত: ০৫ জানুয়ারি ২০১৯; আপন নীড়, কোটালীপাড়া, গোপালগঞ্জ।