ঘেউ ঘেউ করা যার স্বভাব,
সে কি মানুষের সাথে আদৌ মিশতে পারে!
মানুষ সে তো কুকুর নয়,
ঘেউ ঘেউ করে খুঁজছো কারে?

কুকুরেরও তো ধর্ম আছে,
ঘেউ ঘেউ করলেই কি কুকুর হওয়া যায়!
কুকুর সে তো বিশ্বস্ত প্রাণী,
তোমার কী আছে যোগ্যতায়?

রূপ কায়ায় মানব সদৃশ,
কিন্তু মানবতা ছাড়া কী করে মানব হয়?
চতুষ্পদেরও ধারা আছে,
তুমি জানো না ধারা কারে কয়!

ভদ্রতার কিচ্ছু জানো না,
তুমি জানো শুধু অযথা করতে ঘেউ ঘেউ;
কুকুর সেও ডাকে না বৃথা,
তব বকবক সহ্য করবে না কেউ।


রচিত: ০৭ ‌অক্টোবর ২০২৪; সোলাই-১৬, আল-মাশায়েল, রিয়াদ, সৌদি আরব।