একদিন দেখা হবে,
একদিন হঠাৎ করে তোমার সাথে দেখা হবে!
দেখা হবে ব্যস্ত কোনো এক সড়কে;
তুমি তৃষ্ণার্ত দৃষ্টিতে আমার দিকে কয়েকবার তাকাবে,
আর আমি ক্লান্ত চোখে বায়ুপ্রবাহে
হাজার প্রশ্ন তোমায় পাঠাব এক সেকেন্ডে।
তুমি সব প্রশ্ন পড়ে শেষ করার আগেই,
কেউ একজন তোমার হাত ধরে
টেনে সামনের দিকে নিয়ে যাবে।
আবার হারিয়ে যাবে তুমি;
দৃষ্টি থেকে মুছে যাবে তুমি,
ঠিক যেভাবে মুছে গিয়েছ জীবন থেকে!
রচিত: ১৩ মার্চ ২০২৩ ইং, চাঁদ উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।