দুষ্ট নারীর মন,
চাওয়া পাওযার অঙ্ক তাহার
থাকে সরাক্ষণ।
অল্পতে যে নেই তুষ্টি,
অধিক পানে যায় রে ছুটে
তার চিত্তের দৃষ্টি।
আপন স্বামীর নূন,
খেয়ে-দেয়ে যায় গেয়ে
অন্য স্বামীর গুন।
যত যা'ই পায়,
তবুও তার মন কিনারায়
আরো পেতে চায়।
স্বামী করে হস্তগত
তার পরিজন সনে দ্বন্দ্ব
রয় বাঁধাতে রত।
আছে কিছু নারী,
দেখে ঘুরে কোন ঘরে
অগ্নি দিতে পারি।
কুমারি তো করে প্রেম,
একটা-দু'টো নয় রে ওরে
খেলে শত গেম।
সাবধান হে জীবন!
কেউ ললাটে জড়িও না
দুষ্ট নারীর মন।
রচিত: ২২, নভেম্বর, ২০১২, কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।