একদিন দূরের ঐ আকাশটা ছোঁব বলে
স্বপ্নের পাহাড়ে রোজ চড়ি,
একদিন মেঘ হয়ে ভাসব বলে
বর্ষার কাছে বায়না ধরি।
একদিন পাখির চোখে পৃথিবী দেখব বলে
বায়ুমণ্ডলে সুযোগ খুঁজি,
একদিন ঘুর্ণি হয়ে উড়ব বলে
বাতাস হলো বন্ধু বুঝি।
একদিন শরতের কাশফুল হয়ে ফুটব বলে
শুভ্রতা মাখি দিবালোক হতে,
একদিন আমি গন্ধরাজ হব বলে
সুগন্ধি জমাই জীবনপাত্রতে।
একদিন নদীর ভরাযৌবন হয়ে দুলব বলে
স্রোতে ভাসাই দুঃখ-ক্ষত,
একদিন ঝর্ণা হয়ে ঝরব বলে
সয়ে যাই রে আঘাত যত।
একদিন ঐ নক্ষত্রের মতোই জ্বলব বলে
নীলিমায় খুঁজি বসতি,
একদিন মর্তে আলো দেবো বলে
পোহাই জ্ঞান-জ্যোতি।
রচিত: ২৫ জানুয়ারি ২০২৫; গোবায়রা, রিয়াদ, সৌদি আরব।