দৃষ্টি যাহার সুন্দর,
সে তো সৌন্দর্যেই রহিবে মত্ত;
মিষ্টি যাহার অন্তর,
সে তো রাখিবে শুদ্ধ মনুষ্যত্ব।

অন্তর যাহার কালো,
সে তো দেখিবে না চক্ষে ভালো;
যতই কিরণ জ্বালো,
তাহার চক্ষে আসিবে না আলো।

কেউ বলিল সুন্দর,
কেউ অসুন্দর, তাতে কী হলো?
সৌন্দর্য আপেক্ষিক,
তুমি আয়নার সাথে কথা বলো।

যে মুখে রটে কুৎসা,
সে মুখে করিও না’ক কর্ণপাত;
ও মুখ মরুক ঈর্ষায়,
ভুগুক শ্রোতা-শূণ্যতায় নেহাত।

যে চোখেরা সুন্দর,
হও তাহাদের সংস্পর্শের সঙ্গী;
যে মস্তকে নেই প্রেম,
কুৎসিত হবেই তাহার দৃষ্টিভঙ্গি।


রচিত: ২২ আগস্ট ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭