আম্মু আমার তিন কুলেতে
সবচেয়ে দরদিনী,
যাঁর কাছেতেই অনন্তকাল
আমি চির ঋণি।

কষ্ট পেলে আম্মু কভু
আমার কথা-কাজে,
ক্ষমা করে দিও প্রাণে
জীবন আয়ুর মাঝে।

শোনো ওগো নিয়তি,
শোনো এই মিনতি;
আম্মু যেন ধরনীতে
দীর্ঘায়ুর পায় জ্যোতি।

মরণ যেন না আসে গো,
আমি মরার আগে;
এমন ক্ষণ চাই না ভবে,
মরি যেন তার আগে।

বুকটা যদি চিরে আমার
দেখাবারই হতো,
দেখতে আম্মু এই বুকেতে
তব জায়গা কত।

আম্মু তুমি সবচে প্রিয়
এটুকু জেনে নিও,
তোমার কাছে চাই না কিছু
শুধু আশির্বাদ দিও।


রচিত: ২১, ডিসেম্বর, ২০১৫- নিজ ভবন, বংকুরা কোটালীপাড়া, গোপালগঞ্জ।