হয়ত তুমি আমায় হারিয়ে গিয়েছ ছেড়ে,
নয়ত আমি গিয়েছি তোমার কাছে হেরে;
হয়ত তুমি অহংবোধে ধরেছ আমিত্ব সুর,
নয়ত আমিই শির উঁচিয়ে সরেছি বহুদূর।
হারল কে কার কাছে হিসেবটা কে যাচে!
হেরে গেল ভালোবাসা দাম্ভিকতার কাছে।

তুমি আমি কেউ নই পরাজিত সম্পর্কের এ খেলায়,
শুধু একটা ভালোবাসা মরে গেছে আমাদের হেলায়!



হয়ত তুমি অগ্রে ফেলেছ হৃদ হতে ঝেড়ে,
নয়ত আমি উদ্বুদ্ধ হয়েছি দ্বন্দ্বের জেরে;
হয়ত তুমি ছিলে বড় বেশি আত্মবিশ্বাসী,
নয়ত আমিই ছিলাম নিজেতে আশ্বাসী।
অতঃপর হলাম বড় দুজন দুজনার কাছে,
আর ভালোবাসা নাই হলো বড়ত্বের আঁচে‌।

তুমি আমি কেউ হইনি ছোট প্রেম-প্রীতির এ নাটকে,
শুধু একটা ভালোবাসা থেমে গেছে জীবনের ফটকে!



হয়ত তুমি ছিলে ‘স্যরি’ বলতে বড্ড নারাজ,
নয়ত আমি ভাবতাম ‘স্যরি’ বলা তব কাজ;
হয়ত তুমি হারিয়েছ কিংবা হেরেছ নিজে,
নয়ত আমিই ভরসা করেছি গলদ বীজে;
তাই তো ভাগ্যের ফল ধরেনি প্রেম-গাছে,
হেরে গেছি আমরা দুজন দুজনার কাছে।

তুমি আমি কেউ পারিনি কখনো মেনে নিতে পরাজয়,
ফলশ্রুতিতে দাম্ভিক ভালোবাসায় সম্পর্কের হলো ক্ষয়।


রচিত: ৩১ ডিসেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭