—(চতুর্দশপদী কবিতা [কখখক : গঘঘগ : ঙচঙচ : ছছ])


বসন্ত পরে বসন্ত এসে চলে যায়,
তার কথা স্মরণে কোকিল ডেকে যায়,
জানি না সে কার গালে চুমো এঁকে যায়,
আর মম বুকে ব্যথা-হিম গলে যায়।

একটা চুমোর জন্য পৃথ্বী থেমে যায়,
বাড়ন্ত যন্ত্রণাগুলো আরো বেড়ে যায়,
স্বপ্নগুলো ধরাশায়ী করে ছেড়ে যায়,
দেহ থেকে হৃৎপিণ্ডটা যেন নেমে যায়।


এ জীবন তো ক্ষণিকের জন্য জীবন্ত,
তোমায় পাওয়া সে স্বপ্ন নয়, কপাল,
আর এই কপালে নেই কোনো বসন্ত,
নেই এক কপাল চুমোভরা সকাল।

জানি না তুমি আজ কার বুকেতে ঘুমো,
কার ঠোঁটে মুখেতে মায়াবতীর চুমো!



রচিত: ১৩ জানুয়ারি ২০২৪; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭