দুঃখটুকু বুকে রেখে,
চোখের জলে দিলাম লিখে।
বুকের মাঝে উথাল পাতাল
বয়রে তুমুল ঢেউ,
যখন দেখি বন্ধু তোমরা
নেই রে পাশে কেউ।
যাদের প্রাণে প্রাণ বাঁধিলাম
যাদের হাতে হাত,
ভাবিনি রে তাদের ছেড়ে
কাটবে যে দিন রাত।
ভেবেছি আমার অধ্যয়নে
কেটেই গেল সময়,
ভাবিনি তো করেছি কখন
হৃদয় বিনিময়।
দেহের যেমন নেই রে গতি
জীবন হীনে শূন্য,
হৃদয় তেমন ক্ষত-আহত
বন্ধু বিনে ক্ষুণ্ন।
স্মরণ করিও বন্ধু আমায়
কাব্য আমার দেখে,
এ কাব্যটি দিলাম আমার
চোখের জলে লিখে।
॥ রচিত: ১৫ জুন ২০১৪, নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥