থাকার কথা ছিল যার আজীবন পাশে,
সে’ই দূরে কত যাবৎকাল!
আর তুমি কোন চ্যাটের বাল?
কোথা থেকে এসে নাক জাগিয়ে তুমি
মারিতেছ রে ভিষণ ফাল?

আরে যারে সঁপেছিলাম দেহ-প্রাণ সব,
সে’ই তো গেছে তেপান্তর!
তুমি কোন কোকিল রে বসন্ত’র?
ভালোবাসবে? কতই এল গেল যুগান্তর!
প্রেম-ভালোবাসা অবান্তর।

যার বুকে বেঁধেছিলাম চিরস্থায়ী বাসা,
তার বুকেই নাই কোনো ঠাঁই!
তুমি কোন প্রেম-দরিয়া রে ভাই?
তোমার প্রেম-জলে ডুবাতে চাও আমায়?
ডুব দিলে দেখব প্রেমই নাই!

আমার জন্য যে জন জীবন দিয়ে দেয়,
তার জীবনই তো এখন অন্যের!
আর তুমি কোন বানর বন্যের?
দুদিন গাছে লাফালাফি করে পালাবে;
দেখব হঠাৎ কলা খেতে গেছ অন্যের।

আরে অসময়ে যার ছিলাম পাশেতে,
তার সুসময়েই করে দিল পর!
আর তুমি কোন মীর জাফর?
মিঠা কথা রাখ, তোমার কাছেই তা সুন্দর;
এই দুনিয়ায় সবাই স্বার্থপর।

যে জন বুকে মাথা রেখে কেঁদেছিল ঠুকে,
সে’ই বিছাল অন্যের বুকে জাল!
আর তুমি কোন ভেজা বেড়াল?
মিউ মিউ করে পিরিতির কথা কও,
আহারে আমার চ্যাটের বাল।


রচিত: ১২ মার্চ ২০২৪; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।