বড্ড জানতে ইচ্ছে করে,
জানতে ইচ্ছে করে তুমি কি সত্যিই আমায় ভুলতে পেরেছ?
নাকি ঠিক আমার মতোই...
আমার মতোই এখনো নিরলস পড়ে আছ স্মৃতি নিয়ে?
— বড্ড জানতে ইচ্ছে করে!

আজ অর্ধ দশক পেরিয়ে গেছে তুমি ছুটি যে নিলে সেই,
আর তো আসার নাম নিলে না, আছ কি তবে সুখেই?
নাকি কখনো আমার কথা’ও উঁকি মারে তোমার মনে?
- যখন নতুন ভালোবাসার হিসেবে পড়ে টান;
নাকি আমার মতোই ভালোবাসে তোমায় সে ভাগ্যবান?
— বড্ড জানতে ইচ্ছে করে!

তুমি আমায় বলি দিয়ে নিজেকে পাপমুক্ত করলে!
আমি অভিশপ্ত, অভিশপ্ত এক তুমি’র কাছে,
যে তুমি এখনো আমায় মুক্তি দাওনি পঙ্কিলতা থেকে;
তবুও আমি নিরব নিশীথে করি তোমারই উপাসনা।
মুক্তির জন্য নয়, ভুলে যাবার জন্যও নয়,
আবারো ফিরে পাবার এক অর্থহীন ভাবনায়!
তোমারও কি কখনো এমন ভাবনা জাগে?
— বড্ড জানতে ইচ্ছে করে!

বিচ্ছেদের পরেও যখন মাঝে-মধ্যে আবদার করতে-
“ভালোবাসি তোমায়” কথাটি শুনতে, বড্ড ভালো লাগত!
বিচ্ছেদের পরেও “ভালোবাসি” বলা হলো, ফিরে পাওয়া হলো না!
আমি জানি, তুমি আমায় ভুলতে না পেরেই এমন করতে।
আজ বেখবর, তবে কি এখন সত্যিই আমায় ভুলতে পেরেছ?
— বড্ড জানতে ইচ্ছে করে!

আমি কেন যেন এখনো তোমার জন্য অপেক্ষা করছি,
নিষ্ফল অপেক্ষা, অজান্তেই করছি, অযথাই করছি,
কারণ এখনো মানতে পারিনি যে ‘তোমার তুমিতে আমি নেই’!
এ যে নিছক ভ্রম যেন, সব ঠিক হয়ে যাবে ভ্রম কেটে গেলে;
নাহ্! এ ভ্রম তো কাটছে না, কী ভালোবাসা দিলে আমায়?
যে ভালোবাসার আগুন আমৃত্যু আমায় পোড়াবে!
তুমি কি এই আগুনের ধাঁচ একটুও পাও না কখনো?
— বড্ড জানতে ইচ্ছে করে!

বড্ড জানতে ইচ্ছে করে,
আমাকে দেয়া তোমার সে হাজার কথাগুলো
কখনো কি দেয়নি নাড়া? কী‌ করে সম্পর্ক করলে ভঙ্গ?
নাকি সাজিয়েছিলে মিথ্যে রঙ্গমঞ্চ?
                             — বড্ড জানতে ইচ্ছে করে!


রচিত: ২৫ জানুয়ারি ২০২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা।