চারু ধরা নিপুণ গড়া
এই অবনী তল,
কে গড়িল কে করিল
দান ধরনী বল।
কিরণ মাখা চাঁদটি বাঁকা,
কার ইশারায় সব!
আকাশ ভরা সৃজিল তারা,
কে সে সবার রব!
কার ইশারায় নীল-নীলিমায়
মেঘের এত ভীড়!
কার ক্ষমতায় দাঁড়ায় ধরায়
পাহাড় তুলে শির!
পাখপাখালি গাছগাছালি,
কার বায়ু জল দান!
ঐ পাপিয়া খুব নাচিয়া
কার নামে গায় গান!
কার সৃষ্টি ঐ বৃষ্টি-
বারি ঝরায় ছাঁকি,
আকাশ নীলে দৃষ্টি দিলে
সৃষ্টি কাড়ে আঁখি।
কার তুলিতে রংধনুতে
নেই রে আঁকা ভুল!
কার কারণে ফুল কাননে
ফুটছে বহুল ফুল?
এই দুনিয়া কী শুনিয়া
হলো এত মধুময়!
যার মাঝেতে সেই খোদাতে
দিল হরেক বিস্ময়!
•
(কবিতাটি সাড়ে ১২ বছর বয়সে লেখা)
॥ রচিত: ০৬ জুন ২০১৩, কুরপালা মাদ্রাসা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥