আমি যার জন্য লেখি গান,
     সে’ই বলে বেইমান;
    যার জন্য কাঁদে প্রাণ,
   সে’ই মনে দেয় তুফান।

যার জন্যে কবি লিখে কবিতা,
তার তো মনে নেই রে মানবতা;
যার জন্যে আমি হলাম রে শিল্পী,
সে তো মোরে দেখিয়ে যায় ভেল্কী।

যার জন্য শত প্রহর জেগেছি নিরবে,
জানি না সে অন্তরে মোরে নিবে কবে;
যার  লাগি  মনে  বহে  শূন্যতার মেঘ,
তার মন তো বোঝে না মোর আবেগ।

কিসের আশায় কিসের নেশায়
        ঘুরছ আমার মন!
  তোমার লাগি মন-বিবাগী
        করবেরে কে পূরণ!

  তোমার মন হয়ত সরল,
   ভবছ অন্য সবই তরল ;
    কিন্তু ও মোন নয় রে তা,
      নিষ্ঠুর বড় পৃথিবীটা।

  হয়ত আবার হবে বৃথা,
আমার লেখা এই কবিতা;
    যার জন্য রাত্রী জেগে,
কবিতার হাত চলছে বেগে;
সে তো এখন ঘুমের রাণী,
আর আমি হলাম অভিমানী।

তাইত নিশির এই মধ্য প্রহর,
করল আমায় বিরহ-নহর;
     সেই বিরহের কালিতে,
     আমার মনের গলিতে;
     লিখল ব্যথা অহরহ,
তবু সারল না মোর এই বিরহ!


রচিত: মধ্যপ্রহর, ১০ সেপ্টেম্বর ২০১৬; নিজ ভবন, কোটালীপাড়া, গোপালগঞ্জ।