ভালোবাসা এক অনন্ত যাত্রার নাম,
সীমাহীন মাত্রার নাম,
মরুর বুকে মরীচিকার নাম;
ভালোবাসা যেন উষ্ণ শাহারায়
তৃষ্ণার্ত পথিকের পিপাসা আর ঘাম।

যে পিপাসায় পান করানো হয়
এক পেয়ালা নীল বিষ;
— যেই বিষের এক ফোঁটায়
পুরো পৃথিবীর মানুষ মরে যেতে পারে
এক নিমিষ।



সেই বিষের এক পেয়ালা দিনেক
আমিও করেছিলাম পান,
অতঃপর বিভৎস আমি,
আজ রূপকথায় সেই গল্পের স্থান,
আর জীবন করল বড্ড অভিমান।

ছোট্ট এক গল্পেই জীবনের সমাপ্তি,
অথচ এ এক অসীম ব্যাপ্তি,‌
পোড়ায় রয়ে রয়ে জীবনে মেরে ঘাপটি,
পুড়ে পুড়ে নিভে যায় ফের জ্বলে ওঠে,
এ অসীম প্রাপ্তি।



ফিরে ফিরে এই পোড়ার নাম ভালোবাসা,
ধিরে ধিরে শেষ হওয়ার নাম ভালোবাসা;
ভালোবাসা যেন মাকাল ফল,
বেজায় সুশ্রী উপরিতল,
ভেতরে কেবল দুঃখ দুর্দশা ঠাসা।

অবলা হৃদয়-ঘরে ভালোবাসা যেন
এক টাইম-বোম হয়ে আসা,
বিস্ফোরণ সে তো সময়ের ব্যাপার মাত্র!
অচিরেই রচিত হবে—
‘বিদগ্ধ ভালোবাসা’।


২৮ জানুয়ারি ২০২৩, মোহাম্মদপুর, ঢাকা।