ভাষা নেই প্রকাশের,
এত বড় আকাশের
একটাও নেই যে তার খুঁটি;
খুঁটি নেই তবু সেই
নড়ে না তো কিছুতেই,
যায় না রে কভু যে তা টুটি।
রঙিন ফুলের সুবাসে
মনটা যে উঠে হেসে,
অজস্র ফুল বাগে রয় ফুটি;
এত ফুল বাগিচায়,
কার হিয়া নাহি চায়!
লিপ্সা হয় সব’ই নিতে লুটি।
দেখ কত প্রকারের
নব নব মৌসুমের,
বৃক্ষ তরে ধরে বিচিত্র ফ্রুটি;
করে জলও টলমল,
আহা কি লাগে ভালো!
করে খেলা নিরে চেলা, পুটি।
দেখনা গ্রাম-বন্দর
কি যে লাগে সুন্দর!
যত দেখি ভরে না আঁখি দুটি;
ভাষা নেই প্রকাশে
কিভাবে রোদ আসে,
কোটি কিমি দূর সূর্য হতে ছুটি।
২০ ডিসেম্বর ২০১২; মেহেন্দিগঞ্জ, বরিশাল।