বংকুরা আমার ভিটা,
কোটালীপাড়া আমার গ্রাম,
গোপালগঞ্জ আমার নাম,
লাগে ভালো বাংলাদেশের সুনাম।

দেশ মাতৃকায় অস্তিত্ব খুঁজি,
জন্মের দেশ অসামান্য;
এ আমার জন্মভূমি, হৃদয়তুল্য
এ মাটিরে মানি মহামান্য।

সুজলা, সুফলা, ছায়া-পথ,
আহা সোনালী ধানের মাঠ,
মনে পড়ে আরো তোমার কত কি!
বৃষ্টিতে একটু কাঁদা পথঘাট।

এ আমার গাঁ, এ আমার গা,
এ যে আমার চাঁদের মাটি;
এখানে বেড়েছি জন্ম থেকে,
তোমারে খুব মনে পড়ে হে পবিত্র ঘাঁটি।

তোমারে রচি আমি হৃদয় নিংড়ানো
ভালোবাসার উপকরণে;
তোমাতে মিশেছিনু স্বীয় গতর হেন,
তোমাতেই হোক সমাধি মরণে।

যে মাটি ফুঁড়ে জন্মেছি,
সে আমার মহিমান্বিত মাতৃকোল;
যেখানে শৈশব কৈশোর কেটেছে,
যেন মায়ের কোলে শিশুর দোল।

ভালো থেকো ও মাটি,
তোমারে সেবিতে আমি বহুদূর থাকি,
তবু তুমি থাকো মোর অন্তর গহীনে,
দূরত্ব নেই একটুও বাকি।


রচিত: ০৫ জানুয়ারি ২০২৫; রিয়াদ, সৌদি আরব।