বাংলাদেশে জন্ম আমার
বাঙালি আমার জাত,
এই বাংলায় দর্শি আমি
নিত্য প্রভাত রাত।

জন্মসূত্রেই বাঙালি আমি
বাংলা মাতৃভাষা,
এই বাংলা নিয়ে আমার
যত স্বপ্ন আশা।

বাংলা তরে জীবন ভরে
সমৃদ্ধি এনে যাব,
বাংলাদেশটি সর্বোর্ধ্বে
চাঙ্গা করে দেবো।

বাঙালি আমি জগতযামী
করব উঁচু শির,
নীল আকাশে লিখে দেবো
বাংলায় আমার নীড়।

বাংলা ভূমি মরণ চুমি
পড়ব চির ঘুম,
সেই দিনও এই বাংলায় আমি
নিত্যে দেবো চুম।

বাংলার তরে জীবনটারে
করতে পারি দান,
আমার জন্য বৃদ্ধি পেলে
বাংলার সম্মান।

আমার চেয়ে অনেক দামি
এই বাংলার মাটি,
বাংলাদেশে জন্ম আমার
বাঙালি আমি খাঁটি।


॥ রচিত: ২৪ এপ্রিল ২০১৮; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥