মুক্তির সুখকর উৎসবে যার
অন্তর বাঁচে শান্তির নিশ্বাসে;
সে যতবার ফিরে আসুক না!
অল্পেই হানবে বজ্র বিশ্বাসে।

যে খেচর কভু ভেঙেছে খাঁচা,
মানবে না সে কোনো তালায়;
যে খেচর পেয়েছে মুক্ত স্বাদ,
সে রবে না আর বন্দিশালায়।

স্বাধীন করে দাও তারে তবে,
হোক সে যার হওয়ার হবে;
হৃদয় টানলে ঠিকই ফিরবে,
জোর করে প্রেম হয় না ভবে!

হৃদয়টা যার প্রেম বোঝে না,
সে হয়ত হিংস্র কিংবা বন্য;
তারে প্রেম বোঝাতে যেও না,
প্রেম তো নয় গো তার জন্য।

তুমি যারে পাও তারেই সেব,
ফোঁটাও ভালোবাসার ফুল;
সব হৃদয় পাথর ভাবা ভুল,
আপন মহিমার হয় না তুল।

এ ধরায় বাঁধন ছেঁড়া সহজ,
জুড়তে পারে দেখ ক’জনা!
হৃদয়ে আর্ত দেয়া খুব সহজ,
কিন্তু আর্তনাদ যায় না শোনা।

তিলে তিলে গড়া ভালোবাসা,
এক নিমিষেই করে অন্ত সব;
আহা প্রেম! উঁহু ভালোবাসা!
চলছে বাঁধন ছেঁড়ার উৎসব!


রচিত: ১৯ নভেম্বর ২০২২; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭