শত রজনীতে লক্ষ ফোঁটা অশ্রু ঝরিয়ে গেল-
বুকভরা প্রেম দেখিয়ে ভেঙে দিলো সব আশা;
দেখাল তার বাহাদুরি আমার বুকে মেরে ছুরি
পাষাণী দিয়ে গেল অশ্রু ঝরানো ভালোবাসা।

কেটেছে কি এমন রাত্রি পড়ে না কো মোর মনে,
যে রাত্রে নিরব কান্না আর অশ্রু ঝরেনি নয়নে।

কারণে-অকারণে আমার এই বুকের পাঁজরে,
আচরণ-ধনুকে সদা সে তীর ছুঁড়েছে সজোরে;
আমি ক্ষতবিক্ষত হয়ে মৃত্তিকাতে লুটাই পড়ে,
কেউ নাই বুকে তুলে নেবে ব্যথা মোচনের তরে।

তাই একাকীত্বের জীবন নিয়ে আমি মুমূর্ষু প্রায়;
কখন জানি প্রাণ যায় অশ্রু ঝরানো ভালোবাসায়।


রচিত: ১৭ মার্চ ২০১৭; বোয়ালমারী, ফরিদপুর।