একাত্তরেই দিলাম প্রমাণ
আমরা বাঙালি বীর,
চিনতে কেহ করলে রে ভুল
থাকবে না ধরে শির।
স্বাধীন বঙ্গে আবার যদি
দেখি ভিনদেশী হানা,
চক্ষু উল্টিয়ে দিব পাল্টিয়ে
তাদের মুখখানা।
বঙ্গবাসী সুখ-বিলাসী
আছে শত ত্যাগ,
তাই বলে এই বঙ্গ কণার
ছাড়ব না এক ভাগ।
একটুখানি সুখের তরে
দিতে পারি জান,
কেউ কাঁদাতে চাইলে মোদের
নিতেও পারি প্রাণ।
গড়তে আসন করতে চোষণ
বঙ্গে কেহ এলে,
ছাড়বে না তার প্রাণ পাখিরে
বাংলা মায়ের ছেলে।
বুকের রক্ত ঢেলে গড়েছি
বঙ্গে স্বাধীন নীড়,
দেখাতে পারি হাজার বারই
আমরা বাঙালি বীর।
॥ ২২ মার্চ ২০১৫; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥