আমারে দুঃখ পাইল, ব্যথারা পাইল,
পাইল জগত সংসারের মোহ-মায়া;
আমারে ধর্ম পাইল, সাস্ত্রেরা পাইল,
পাইল নিয়ম-কানুনের রীতি-ছায়া;
শুধু পাইল না তোমার ঐ একটুকরো নিষ্পাপ কায়া!
তবে তোমারে পাইল কে? পূর্ণ কার স্বপ্নের চৌপায়া?

আমারে সংশয় পাইল, দ্বিধারা পাইল,
পাইল অন্ধকারের নির্ঘুম সহস্র রাত;
আমারে পাপ পাইল, পুন্যেরা পাইল,
পাইল সাধু-গুরু-শিষ্যের ঘন বরাত;
শুধু পাইল না তোমার ঐ ভালোবাসামাখা দুটো হাত!
তবে তোমারে পাইল কে? পূর্ণ হইল কার প্রেম-জাত?

আমারে বিষাদ পাইল, বিষেরা পাইল,
পাইল দুর্বিপাকের যন্ত্রণা রন্ধ্রে রন্ধ্রে;
আমারে পথ পাইল, রথেরাও পাইল,
পাইল পূর্ণিমা রাতের একাকী চন্দ্রে;
শুধু পাইল না তোমার ঐ আদরের আদরমাখা অঙ্গ!
তবে তোমারে পাইল কে? পূর্ণ হইল কার অপূর্ণ সঙ্গ?

আমারে অশ্রু পাইল, অগ্নিরা পাইল,
পাইল একাকীত্বের ঘনঘটা জীবন;
আমারে ঈশ্বর পাইল, ভূতেরা পাইল,
পাইল স্বর্গ-নরকেরও ধূম্র প্রলোভন;
শুধু পাইল না তোমার ঐ পরবাসী হৃদয়েতে শোভন!
তবে তোমারে পাইল কে? পূর্ণ হইল কার চড়া-স্বপন?


রচিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭