দুইদিনের এই মুসাফিরের
শেষ হবে রে সফর,
হঠাৎ করে শুনবে দিনেক
আমার মৃত্যুখবর!
আমার হাসি চিরতরে
হয়ে যাবে লীন,
আপন আমার যত কিছু
পর হবে সেদিন।
হয়ত আমার নামটি রবে
প্রজন্ম পাঠশালায়,
কিন্তু আমি রবো চিরনিদ্রায়
মিশে ঐ মৃত্তিকায়।
যেদিন দেহ প্রাণ হারায়ে
পড়বে অনন্ত ঘুম,
হয়ত সেদিন পড়বে আমার
জনপ্রিয়তার ধুম।
জানি দিনেক থাকবে না এই
সুশ্রী দেহের শান,
শুধু নামটি মম পাবে সেদিন
সব সাধনের মান।
কিন্তু আত্মা কোথায় যাবে?
প্রাণটি হলে হানি,
কোন সুদূরে হবে রে গিয়ে
সে চির অভিমানী!
জীবনটা এক করুণ ধাঁধা
উপলব্ধিরা অস্থাবর,
হঠাৎ করেই রটবে একদিন
আমার মৃত্যুখবর!
রচিত: ২২ এপ্রিল ২০১৫; চলমান পথ ও স্বগৃহ, কোটালীপাড়া, গোপালগঞ্জ।