কবির কলমে কালির তুফান আজকে তোমার জন্যে,
কবিতারাও হয়ে বেপরোয়া ছুটছে তোমার ভাবাপন্নে।
মেঘের উপর ঐ চাঁদ হেসে আজ চায় কি যেন বলতে,
পূর্ণিমা রাতে হাতে হাত রেখে মেঠোপথ বেয়ে চলতে।
আজকে বুঝি প্রেম রজনী, আকাশে তারার ঝিলিক,
ঝলমলিয়ে আঁধার সাজায় জোনাকিদের ঐ হিড়িক।
বাতাসও বলে শনশনিয়ে আজ কাব্যে তুফান হোক,
রাতের তিমির এ গা ছুঁয়ে যায় বলতে প্রেমের ঝোঁক।
আজকে কবি প্রেম দরিয়ায় মহা-ভাবের তরী মাঝি,
প্রেমের ছন্দে মহানন্দে কতশত শব্দশৈলিতে সাজি।
বুনে যায় বাক্য পঙক্তি আর তোমার কোমল পরশ ,
তুমি হৃদয় ছুঁয়ে দাও শিহরণ কাঁপিয়ে ঈশ্বর আরশ।
তোমার জন্যে ঐ সন্ধ্যা-তারা আজকে হলো প্রহরী,
তুমি আমায় করে কাব্যিকমনা, মম বুকে পড় ঝরি।
আর আমি তোমায় খুঁজি কাব্যে আমার, হয়ে হন্নে,
কবির কবিতায় উঠছে ঝড় আজকে তোমার জন্যে।
রচিত: ০৪ জুলাই ২০২১; ফুলবাড়ীয়া, উত্তরা-১০, ঢাকা-১২৩০।