চোখের কোণে আগুন জ্বলে,
অথৈ জলে ভেসে চক্ষু নদ করে টলমল,
ফুটতে থাকে তার দেয়া ব্যথা,
উপচে পড়ে মাঝে মাঝে আগুনের জল।

এই কলিজায় যার কাটা দাগ,
সে তো নয় দাগী আসামি, নয়ত ঘাতক,
আমি করিনিও মামলা কোথা,
তবু জীবন হতে কেন নিখোঁজ পলাতক!

যে গেল মোরে একাকী ফেলে,
সনে দিয়ে গেল উপহার অন্তরে অন্তর্দাহ,
তারে আমি পূজি ঘন নিশীথে,
মম আঁখি-অবারিত-জলস্রোতে করে গাহ।

কাঁদতে ভালো লাগে নিরবে,
বলতে ভালো লাগে দুঃখ আয়নার সাথে,
নিভৃতে তারে নয়নের জলে
যাই ভাসিয়ে ঘুমহারা প্রতিটি নিশি-রাতে।

যে দিলো দুঃখ দুহাত ভরে,
আমি সুখ দিতে তারে খুঁজি হৃদয় মহলে,
নিরুদ্দেশ অন্বেষণের পরে,
নয়নে তার স্মৃতি ফোটাই আগুনের জলে।


রচিত: ০২ সেপ্টেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭