ইদানিং তুমি বরই অবুঝ
বোকা বাচ্চার মতো হয়ে গেছো
সেই চৌকস চাহনি প্রখর বুদ্ধিমত্তা
হারিয়ে ফেলেছো কি???
তখন তো তোমার প্রশংসায় আমি পঞ্চমুখ ছিলাম
কি ভালোই না ছিলে তুমি
তোমার মুখ তোমার ঠোঁট কেবলই নরম থাকতো
এখনতো তাকানোই যায়না।

ইদানিং তুমি বরই একঘেয়ে জানো?
বরই বাঁকা কথা বলো
একটা সময় ছিলো
তোমার কথায় আমি বিমোহিত থাকতাম
অবাক হয়ে তোমায় চেয়ে দেখতাম
তুমি কত মিষ্টি ছিলে
আর তাতেই আমি একেবারে গলে যেতাম
প্রিয় নামটি তাই তোমায় দিয়েছিলাম
মনে আছে তোমার??
আমায় তুমি রাজকুমার ডাকতে
যদিও সেটা ইংরেজিতে
বড্ড ভালো লাগতো আমার
খুব করে চাইতাম কেউ আমায় প্রিয় করে রাখুক
কেউ তার প্রিয় নামে ডাকুক
ভুলে গিয়েছো কি নামটা?
যেও ভুলে সেটাই বরং ঠিক হবে

ইদানিং তুমি বরই অভিমানী
সবকিছুতেই একরকম মেজাজ দেখাও
তোমার মনে আছে?
আমি রাগ করলে তুমি মন খারাপ করতে
যদিও আমি ইচ্ছে করেই রাগিয়ে দিতাম
অভিমানী মুখটি দেখতে কিযে ভালো লাগতো
তোমার জানা নেই!
রাগ করে যখন কথা বলতেনা
রাত্রি বেলা আমি বালিশ ভিজিয়ে কান্না করতাম
ভেজা বালিশটা আজও সাক্ষী
তোমায় কত ভালোবেসেছি
কতভাবে চেয়েছি তোমাকে নিজের করে।

ইদানিং আমি ভালো নেই
কখনো একা থাকি
কখনো অনেকের ভীড়ে নিজেকে একা খুঁজে নেই
চাঁপা স্বরে বালিশ ভিজিয়ে এখনো কাঁদি।
আশপাশে এখনো তোমাকেই চাই আগের মতো করে
মনেহয় আবারও তোমাতে মুগ্ধ হই
তোমার ঠোঁটের ছোঁয়ায়,
তোমার চুলের গন্ধে, তোমার স্পর্শে
সিহরীত হই
প্রিয় হাতদুটিতে হাত রেখে বলি
ভালোবাসি।।।