কবিতা লিখতে চাইনি আমি
তবুও কেন জানি লিখতে হলো
জমাটবাঁধা সীমাহীন বেদনার
খনিজ থেকে।

বুকের অন্তরালে জমে থাকা কষ্টগুলো
ভেসে উঠতে চাইছে আজ
সাদা কাগজের উপর,
শরতের আকাশে ঝড়া কাশফুল
আর কালবৈশাখীর ধুলো ভরা -
ঝড় বাতাসের মত।

ভাবতাম তোমাকে নিয়ে -
তোমার অগোচরে
না বলা আমার স্বপ্নময় কথাগুলো নিয়ে,
তবে কেন কালো মেঘের -
গভীরে চাপা পরেছিলো
সদ্য দেখা সেই স্বপ্নগুলি-
কেনইবা ধুলো জমেছিল
জীবন ডাইরির প্রতি পাতায়।

বোঝাতে পারিনি সে কথা,
অক্ষমতার চাদর জরিয়ে রেখেছে আমায়।

নিজেই প্রশ্ন করি নিজেকে
বারববার বহুবার
ওপাশ থেকে কোন উত্তর পাইনি
ভাষা হারিয়ে ফেলেছি আজ,
জন্ম থেকে পাওয়া বাক প্রতিবন্ধীর ন্যায়
যে শুধু বুঝতে শিখেছে, বোঝাতে নয় ....


#প্রিয় কবিতা