স্বপ্ন যদি দুহাতে ওরাই
কল্পনাকে নিয়ে
ভাবনাতে গভীর হবো
তোমায় সাথে নিয়ে।

দেখি যদি একফালি চাঁদ
জোসনা ঝরা রাতে
মৃদু হাওয়া বইয়ে দিবো
তোমার ঘন চুলে।

যদি জ্বলে মিটমিটিয়ে
আকাশ ভরা তারা
তোমার চোখেই তাকিয়ে রবো
আমি সারা বেলা।

হাসে যদি কুসুম কলি
একটু ঘুরে একবার
এক জনম নয় বহুজনম
চাইবো আমি বারবার।

তোমার কানে যদি কভু
বলে ভোরের পাখি
হিংসা লাগে তোমায় দেখে
লজ্জা কোথায় রাখি।

বলো যদি একটু কথা
তোমার কন্ঠ দিয়ে
শ্রবন প্রেমি হবো
আমি আমার জীবন দিয়ে।

বন্ধু তুমি অনেক দামী
হীরা মুক্তা পান্না
হইয়ো নাকো কভু তুমি
আমার চোখের কান্না।