সময়টা আজ বেশ কঠিন বা তার চেয়েও কঠিনতর
কারও মাথায় হাত আর কারও নিঃশ্বাস দীর্ঘ আরো,
মহামারী নামটির মতই মারাত্মক অসহায় তারা
কখনও যে খুব বেশি ভাল ছিল তা কিন্তু না।
এ কঠিন সময়েও কি আমাদের পরিবর্তন হবে না?
আমরা কি  নিজেদের দায়িত্ব পালনে অবহেলা করব?
আর কতকাল রয়ে যাব আমরা মানুষের খোলসে অমানুষ হয়ে?
আর কত কোটি লাশের বিনিময়ে আমরা জেগে উঠব মানুষ হয়ে?
মানবজাতির জয়গান গেয়ে যাই আমরা সবসময়
কিন্তু মানুষ হওয়ার মত যোগ্যতাটুকু কি আছে আমাদের?
আমরা কি পারি না নিজেদের স্বার্থটুকু বিলিয়ে দিতে?
আমরা কি পারি না কাঁধে কাঁধ মিলিয়ে এ দুঃসময় পাড়ি দিতে?
হয়তবা একদিন আমরা ঠিকই মানুষ হয়ে ওঠার উপলব্ধি অনুভব করব
তবে তখন হয়তবা পৃথিবী নামক এ রঙ্গশালায় প্রাণের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
তবে সময় থাকতেই বদলে যেয়ে খুঁজে বের করি উপায়
মানবজাতির ক্রান্তিকালে নিজের অবস্থান থেকে সাহায্য করে যাই।
অতীতেও বহুবার পেরেছি যখন এবার কেন পারব না,
মাথা উঁচু করে মানুষ হয়েই তবে বাঁচার মত করেই বাঁচবে সবাই।