একপাশেতে তুমিই সেরা
অন্যপাশে তা নয়,
দেয়াল ভেঙ্গে হন্য হয়ে
যেমন তোমার তনয়
বজ্রমুষ্টি শপথ কঠিন
মানব এবার তাকেই
রঙিন আলোয় লাল চোখেতে
ভুলবে সবই বাঁকে
আবেগ তোমার ভীষণ গাঢ়
চিন্তামাঝে খুঁটি গারো
দিনশেষেতে তিক্ত ফলে
কেনই এত বিনয়?
তবে আবেগ ভুলে
জ্ঞানটি খুলে আঁকড়ে ধরে
কেনই মিছে প্রণয়?
তবে কেনই মিছে প্রণয়!
সঠিক বাছো ক্লান্তি চাঁছো
যোগ্যটাকে যন্ত্র জান
ভুলের ঘোরে আবেগ দিয়ে
কেনই মিছে প্রণয়?
তবে কেন মিছেই প্রণয়!
মাথার কাজ যাদু আছে
বাছবিচারে সঠিক ভাঁজে
তৃপ্তি পেয়ে ফলটি নিয়ে
অল্প দু-চার ঢেঁকুর দিয়ে
জয়ের মালা গলায় পরে
কেনই মিছে প্রণয়?
তবে কেনই মিছে প্রণয়!